বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: Kanak Sarwarপ্রকাশ: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪ এ ০১:৪৮ PM

জায়গা হয়নি সাইফউদ্দিনের, নতুন দায়িত্বে তাসকিন
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে খেলা দল থেকে বাদ পড়েছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। চোটের কারণে খেলা নিয়েই শঙ্কা ছিল তাসকিন আহমেদের। আজ তাকে সহ-অধিনায়ক হিসেবে নাম ঘোষণা করেছে বিসিবি।
আগামী ৭ই জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। বি গ্রুপে তাদের বাকি প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপাল।
এছাড়া রিজার্ভ হিসেবে দলে নেওয়া হয়েছে পেসার হাসান মাহমুদ ও অলরাউন্ডার আফিফ হোসেন।
বিশ্বকাপের আগে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের একটি প্রস্তুতিমূলক টি–টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। সেই সিরিজের জন্য আরও দুজন খেলোয়াড় নেওয়া হবে। তবে আজ অবশ্য তাদের নাম জানানো হয়নি। ২১, ২৩ ও ২৫শে মে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচগুলো খেলবে টাইগাররা।
বাংলাদেশ স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ অধিনায়ক) তানজীদ হাসান তামিম, লিটন কুমার দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী, শেখ মেহেদী, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।
রিজার্ভ ,হাসান মাহমুদ ও আফিফ হোসেন ।
Related News

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে বাংলাদেশ দল
দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বৈশ্বিক এই শুরুর আগে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের মাটিতে পা রেখেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
শুক্রবার (১৭ মে) বাংলাদেশ সময় ভোর চারটায় হাউসটনের জর্জ বুশ ইন্টারকন্টিনেন্টাল এয়ারপোর্টে পৌঁছে নাজমুল হোসেন শান্তর দল।
এর আগে বুধবার (১৫ মে) দিবাগত রাত ১.৪০ মিনিটের ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশে উড়াল দিয়েছিল বাংলাদেশ দল। সেই দলে ছিলেন স্কোয়াডে থাকা ক্রিকেটার, ট্রাভেলিং রিজার্ভ, টিম ম্যানেজমেন্ট ও কোচিং স্টাফের সদস্যরা।
দেশ ছাড়ার আগে বিমানবন্দরে পরিবারকে নিয়ে হাজির হন তাসকিন–সৌম্য ও লিটন দাসরা। যেখানে টাইগার সমর্থকদের ভিড়ের মুখে পড়তে হয়েছে তাদের। এ সময় কেউ তারকা ক্রিকেটারদের সঙ্গে সেলফির আবদার মিটিয়েছেন, আবার কেউবা শুভকামনা জানিয়েছেন বিশ্বকাপে ভালো পারফর্ম করার আশায়।
দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে নিজেদের লক্ষ্যের কথা জানিয়ে অধিনায়ক শান্ত বলছিলেন, ‘বাংলাদেশের সবাই নিশ্চয়ই ভালো প্রত্যাশা করে, আমিও করি। আমার মনে হয়, আমরা যদি সুন্দরভাবে ছোট ছোট চিন্তা করে আগাই, তাহলে ভালো হবে। আমরা যে গ্রুপে আছি, সেটাকে খুব সহজ বলব না। গ্রুপ পর্বটা পার করতে পারলে ভালো হবে। এরপর দেখা যাবে। আশা তো করছি এবার ভালো কিছু হবে। প্রস্তুতি ও সমন্বয় মিলিয়ে মনে হচ্ছে, আমাদের দলটা খুব ভালো। তবে নির্দিষ্ট দিনে ভালো খেলাটা জরুরী। আশা করছি, এবার সবাই সেটা করবে।’
আগামী ২ জুন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বসতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। তবে বাংলাদেশের অভিযান শুরু হবে ৭ জুন থেকে। যুক্তরাষ্ট্রের ডালাসে শান্তর দল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে। ১০ জুন বাংলাদেশ লড়বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। পরবর্তীতে ১৩ জুন নেদারল্যান্ডস এবং ১৭ জুন নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে বাংলাদেশ।

সাকিবকে লজ্জায় অবসর নিতে বললেন শেবাগ
সাকিব আল হাসানের কড়া সমালোচনা করেছেন বিরেন্দর শেহবাগ। সাবেক এই ভারতীয় রীতিমতো তুলোধুনো করেছেন সাকিবকে। বাজে পারফরম্যান্সের জেরে লজ্জায় অবসর নেয়ারও পরামর্শ দিয়েছেন তিনি। প্রশ্ন তুলেছেন সাকিবের কাণ্ডজ্ঞান নিয়েও!
সময়টা খুব একটা ভালো যাচ্ছে না সাকিব আল হাসানের। মাঠের ক্রিকেটে একেবারেই ম্লান তিনি, ব্যাটে-বলে দুই বিভাগেই যেন হারিয়েছেন নিজেকে। খারাপ সময় যদিও ক্রিকেটেরই অংশ, তবে এতোটা বাজে যাবে সময়; তা কখনো ভাবনাতেই আসেনি।

নিঃসন্দেহে দেশের ক্রিকেটের পোস্টার বয় সাকিব। তাকে নিয়ে উন্মাদনার কমতি নেই এদেশের ক্রিকেটে। অনলাইনে-অফলাইনে তাকে ঘিরে গড়ে উঠেছে অসংখ্য ফ্যানবেজ, ফ্যানগ্রুপ। যা একটা সময় মুখরিত থাকতো তার প্রশংসা আর কীর্তিগাথায়।
অথচ সেই প্লাটফর্মগুলোও এখন হারিয়েছে বিশ্বাস। যেই সাকিবকে ঘিরে তাদের পথচলা, সেখান থেকেই ডাক আসছে এখন সাকিবকে বসিয়ে দেয়ার। সাকিবকে অবসর নেয়ার কথাও বলছেন তারা। এমন দিনের কথা সাকিব ভেবেছিলেন কখনো!
এবার তাদের সুরে গলা মেলালেন ভারতের কিংবদন্তী ব্যাটার বিরেন্দর শেবাগ। ধুঁকতে থাকা সাকিবকে দেখে ক্রিকবাজের এক আয়োজনে শেবাগ স্পষ্টই তাকে লজ্জায় অবসর নেয়ার আহ্বান করেন।
সাকিবকে উদ্দেশ্য করে শেবাগ বলেন, ‘আপনি এতো সিনিয়র একজন খেলোয়াড়, আপনি অধিনায়কও ছিলেন এতদিন, আর এরপরও আপনার এতো বাজে গেমসেন্স! আপনার নিজেরই তো লজ্জা হওয়া উচিত। ‘অনেক হয়েছে, টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিচ্ছি।’ -এটা আপনার নিজেরই বলে দেয়া উচিত এখন।’
শুধু তাই নয়, আরো আগেই সাকিবের অবসর নেয়া উচিত ছিল বলে দাবী তার। এমনকি বিশ্বকাপের পর সাকিবকে আর খেলানো উচিত নয় বলেও মনে করেন শেবাগ।
তিনি বলেন, ‘গত বিশ্বকাপেই আমার এমন মনে হয়েছে, ওকে আর টি-টোয়েন্টিতে খেলানো উচিত নয়। অনেক আগেই ওর অবসর নেয়ার সময় হয়েছে।’
এ সময় নিজেকেই উদাহরণ হিসেবে টানেন শেবাগ। বলেন, ‘আমি যখন শ্রীলঙ্কায় অনুষ্ঠিত বিশ্বকাপ খেলছিলাম, তখন অনুধাবন করলাম ডেল স্টেইন, মর্নে মরকেল, আফগানিস্তানের একজন বাঁহাতি ফাস্ট বোলার ছিল, তাদেরকে মারতে পারছি না। তখনই আমি সিলেক্টরদের বলে দিয়েছিলাম, আমাকে যেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিবেচনা না করা হয়। আমি শুধু ওয়ানডে ও টেস্ট খেলতে চাই।’
উল্লেখ্য, টি-টোয়েন্টিতে সাকিব আল হাসানের বাজে পারফরম্যান্স আতকে উঠার মতো। শেষ ২০ ম্যাচে কোনো ফিফটি নেই। রান করেন মাত্র ২৬৮। গড় ১৭ আর স্ট্রাইকরেট ১১২। উইকেটে পেয়েছেন মাত্র ২৪টা। তবে শেষ ৫ ম্যাচে নামের পাশে নেই কোনো উইকেট।

৫০ কোটি রুপির সম্পদ আছে, শাহরুখের ম্যানেজার পূজা দাদলানির
বলিউড বাদশাহ শাহরুখ খানের সব সময়ের সঙ্গী ম্যানেজার পূজা দাদলানি। নায়কের সিনেমা থেকে ব্যবসায়িক কর্মকাণ্ড—সবকিছুরই দেখভাল করেন তিনি। এক যুগ ধরে একসঙ্গে কাজ করছেন তাঁরা। ম্যানেজার নয়, পূজাকে শাহরুখ নিজের পরিবারের সদস্যই মনে করেন।বয়সের পার্থক্য ১৮ বছরের হলেও ‘কিং খান’ ও ম্যানেজার পূজার একই দিনে জন্ম, পড়াশোনাও একই বিষয়ে।
২০১২ সাল থেকেই অভিনেতার জীবনযাপন, ব্যবসাসংক্রান্ত যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন ম্যানেজার পূজা।
শুধু তা–ই নয়, শাহরুখ-গৌরী খান প্রযোজনা সংস্থারও ব্যবসায়িক কাজের গুরুদায়িত্ব সামলান পূজা। পাশাপাশি ২০০৮ সালে আইপিএলে কলকাতা নাইট রাইডার্স দলের মালিকানা পান কিং খান ও বলিউডে তাঁর শুরুর দিকের ব্যবসাসফল সিনেমার নায়িকা এবং বন্ধু অভিনেত্রী জুহি চাওলা। দুই বন্ধুর মালিকানাধীন কেকেআরের সব রকম ব্যবসায়িক কাজও দেখাশোনা করে আসছেন এই পূজা।
‘কিং খান’-এর ম্যানেজার হওয়ার সুবাদে বলিউডের সব জনপ্রিয় তারকার সঙ্গেও বেশ পরিচিতি পূজার। শাহরুখ খানের সামাজিক মাধ্যমের জনসংযোগবিষয়ক বেশির ভাগ পোস্টের দায়িত্বে থাকেন তিনি। শাহরুখ কোথাও সিনেমার প্রচারে গেলে অথবা দেশ-বিদেশের অনুষ্ঠানে গেলে মঞ্চের সামনে ক্যামেরা হাতে তৈরি থাকেন। শোনা গেছে, ২০১৩ সালে মুক্তি পাওয়া শাহরুখের ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবিতেও বিনিয়োগ আছে পূজার।
শাহরুখের সর্বক্ষণের সঙ্গী পূজাকে বড় পর্দায় দেখা গেছে। ২০২২ সালে অভিনেতা আর মাধবনের পরিচালনায় মুক্তি পায় ‘রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট’। ছবিতে অতিথিশিল্পী হিসেবে অভিনয় করেন শাহরুখ। সেই দৃশ্যেই এক ঝলকের জন্য দেখা গেছে পূজাকে। ‘কিং খান’-এর ম্যানেজার হিসেবে পূজার ইনস্টাগ্রামে তাঁর অনুসারী সাড়ে ছয় লাখ পেরিয়েছে।
ভারতীয় গণমাধ্যমের খবর, বলিউড তারকাদের সব ম্যানেজারের মধ্যে পূজাই সবচেয়ে ধনী। পারিশ্রমিকেও এগিয়ে তিনি। বছরে নাকি ৭ থেকে ৯ কোটি রুপি উপার্জন করেন পূজা। শাহরুখের কাছ থেকে মাসে ৬০ লাখ রুপি বেতন পান পূজা।
জানা গেছে, ৪৫ থেকে ৫০ কোটি রুপির সম্পদ আছে পূজার। মুম্বাইয়ের বান্দ্রায় আছে বিলাসবহুল ফ্ল্যাট। পূজার ফ্ল্যাটটি বিলাসবহুল আসবাবে সাজিয়ে দিয়েছেন শাহরুখের ঘরনি ইন্টেরিয়র ডিজাইনার গৌরী খান। মার্সিডিজ ব্র্যান্ডের নীল রঙের একটি গাড়ি আছে পূজার। যার বাজারমূল্য প্রায় ৮০ লাখ রুপি।
২০০৮ সালে হিতেশ গুরনানি নামে এক ব্যবসায়ীর সঙ্গে বিয়ে হয় পূজার। মুম্বাইয়ে গয়না প্রস্তুতকারী সংস্থার মালিক তিনি। পূজার আছে একটি কন্যাসন্তান। নাম রেয়না। রেয়নার সঙ্গে শাহরুখ খানের ছেলে আব্রাহামের ভালো বন্ধুত্ব।
