নিউ ইয়র্কের বাংলাদেশ সোসাইটি আয়োজনে গত ৩ এপ্রিল বৃহস্পতিবার নিউইয়র্ক সিটি মেয়র এরিক এডামসের সরকারী বাসভবন গ্রেসী ম্যানসনে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে ২য় ‘বাংলাদেশ হেরিটেজ ডে’।
বাংলাদেশি কমিউনিটির দুই শতাধিক ব্যক্তিবর্গের উপস্থিতিতে ইস্ট রিভারের পাড়ে মেয়রের সরকারি বাসভবন ‘গ্রেসি ম্যানসন’ এ বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত আয়োজনে প্রবাসী বাংলাদেশি শিল্পী সংগীত পরিবেশন করেন। বাংলাদেশীদের মুখরিত কলতানে যুক্তরাষ্ট্রের বৃহত্তম নগরীর মেয়রের সরকারী বাসভবনটি পরিনত হয়েছিল একখন্ড বাংলাদেশে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির প্রেসিডেন্ট আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীসহ সাইটেশন প্রাপ্ত এম এম শাহীন, নুরুল আজিম, জয়া করিম ও নুসরাত বাজলি । নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মোঃ নাজমুল হুদা তার বক্তব্যে মেয়রকে ২য় ‘বাংলাদেশ হেরিটেজ ডে’ আয়োজনের জন্য বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন।
সমবেত বাংলাদেশীদের উদ্দ্যেশে মেয়র এরিক এডামস তাঁর বক্তব্যে বাংলাদেশি আমেরিকানদের ভূয়শী প্রসংশা করেন। মেয়র বলেন, নিজেদের কৃষ্টি বা হেরিটেজ না ভুলে গিয়েও প্রকৃত আমেরিকান হওয়া যায়, নিউইয়র্ক সিটি তার প্রমাণ।
তিনি আরো বলেন, বর্তমানে বাংলাদেশিরা নিউইয়র্ক সিটিতে সবচেয়ে বৃহৎ মুসলিম কমিউনিটি। এক সময় আমেরিকার ড্রিম পুরণের জন্য বাংলাদেশিরা নিউইয়র্কসহ আমেরিকায় আসতেন। বর্তমানে তাদের কর্মকান্ডের মাধ্যমে তারা নিউইয়র্কসহ আমেরিকাবাসীদের স্বপ্নপুরণে গুরুত্বপুর্ণ অবদান রাখছেন। নিউ ইয়র্ক সিটির বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিতকরণে বাংলাদেশী পুলিশ অফিসারদের ভুয়সী প্রশংসা করেন মেয়র এডামস।
তিনি আরো বলেন,বাংলাদেশীদের রেজিস্ট্রেশন করে ভোটার হয়ে, ভোটাধিকার প্রয়োগ করে নিজেদের শক্তি আরো বৃদ্ধি করতে হবে। তবেই প্রশাসন সব সময় আপনাদের পাশে থাকবে। মেঢর এডামস বলেন, আমি আগেও ছিলাম ভবিষ্যতেও আপনাদের পাশে থাকব। এ সময় তিনি উল্লেখ করেন হয়তো একদিন বাঙালিদের মধ্যে কেউ একজন নিউইয়র্ক সিটি মেয়র হয়ে আসবেন।